একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে প্রাথি হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার সকালে গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এরশাদ। পরে তিনি ফরম সংগ্রহ করেন।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও এদিন ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন।

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হল, জয়ের মাধ্যমেই তা শেষ হবে। সবার সহযোগিতা চাই।

এ সময় রওশন বলেন, দেশ ও জনগণের সেবার সুযোগ চাই আমরা। নির্বাচনে জয়ী হয়ে উন্নয়ন ও অগ্রগতিতে আমরা অবদান রাখব।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ ছাড়া লালমনিরহাট-৩ আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দফতরে জমা দিতে হবে