সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা রংপুর সিটি নির্বাচনকে প্রভাবিত করবে না
সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা রংপুর সিটি নির্বাচনকে প্রভাবিত করবে না

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, রংপুরে সম্প্রতি ঘটে যাওয়া সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা রংপুর সিটি নির্বাচনকে প্রভাবিত করবে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

আগামী নির্বাচন ঘিরে এমন কোনো সমস্যার আগাম তথ্য আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার ও গোয়েন্দা সংস্থার হাতে নেই। যে কারণে নির্বাচন ঘিরে সমস্যার আশঙ্কা করছি না।

রংপুর সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এ সময় সিটি নির্বাচনে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। কোনো পক্ষ সেনা মোতায়েনের জন্য দাবিও করেনি।

তিনি বলেন, কারো আশা পূরণের জন্য নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন কাজ করবে।

বৈঠকে সিইসি ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার, পুলিশের আইজি একেএম শহীদুল হক, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।