শ্রীলংকায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে পশুবলিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মতি দিয়েছে দেশটির সরকার। শ্রীলংকার সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী ও মধ্যপন্থী হিন্দুদের প্রতিবাদের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শ্রীলংকার বহু মন্দিরে পশুবলির হিন্দু রীতি পালন করা হয়।এ প্রাচীন রীতিকে নিষিদ্ধ করার প্রস্তাব  অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

এ বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে পশু কিংবা পাখি বলি নিষিদ্ধ করতে আইনজ্ঞদের খসড়া তৈরী করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, প্রাচীনপন্থী হিন্দুরা সৌভাগ্যের আশায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছাগল, মহিষ ইত্যাদি পশুপাখি বলি দিয়ে থাকে।এই রীতি পশু অধিকারকর্মী ছাড়াও অনেক শ্রীলঙ্কানদের ক্ষুব্ধ করে।

সূত্র: বিবিসি