শুরু হতে যাছে অমর একুশে বইমেলা। আর এই বইমেলায় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এজন্য পুরো এলাকায় র্যাবের টহল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। থাকবে গোয়েন্দা নজরদারিও।
র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান গণমাধ্যমকে আজ এসব কথা জানান।
তিনি জানান, মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
র্যাব ৩-এর অধিনায়ক বলেন, কোনো গোষ্ঠী সন্ত্রাসী কার্যক্রম ঘটিয়ে যেন জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে এবং বইমেলায় আগতরা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা বলবৎ থাকবে।