ভারতের ছত্তিশগড় এবং ঝাড়খন্ডে শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে মাওবাদীরা। এমনই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসল জাতিসংঘের তদন্তে।

রিপোর্ট অনুযায়ী, মাওবাদী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের মাশুল গুনছে শিশুরা। কাশ্মীরেও এভাবেই আক্রমণ চালায় জঙ্গিরা। সরকারি নথি অনুযায়ী, কাশ্মীরেও গত বছরে ৩০টি স্কুল পুড়িয়ে দিয়েছিল জঙ্গিরা। কাশ্মীরের ঢঙেই এবার ছত্তিশগড়-ঝাড়খন্ডে হামলা চালাল মাওবাদীরা।

মাওবাদীদের কাজে শিশুদেরকে নিয়োগ করা হচ্ছে। তাদেরকেও মারণাস্ত্র হাতে চলছে ট্রেনিং দেওয়ার কাজ। একই সঙ্গে মানবঢাল হিসেবে শিশুদের ব্যবহার করার খবরে চিন্তিত জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো।

২০১৫র রিপোর্ট অনুযায়ী বিহার, ছত্তিশগড়, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ থেকেই শিশুদের মানবঢাল হিসেবে বেশি ব্যবহার করা হয়।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর