প্রতিবছরের মত এবারও জার্মান বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় গতকাল রোজ শনিবার।
জিয়ার আদর্শে গড়া দুই সৈনিক জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রেজার পরিচালনায় অনুষ্ঠানে নেতৃবৃন্দ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের দাবী জানান।
তারা বলেন,দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে। কিছুই স্বাভাবিক অবস্থায় নেই। ইউপি নির্বাচন হয়ে গেল। এটা নির্বাচন বলা যাবে না। রিহার্সাল হয়ে গেল কিভাবে আওয়ামী লীগের লোকেরা আগামী সংসদ নির্বাচনের ভোট কারচুপি, কেন্দ্র দখল করবে। এই সরকার এবং তাবেদার নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের কোন আস্থা আর দেশের মানুষের অবশিষ্ট নেই। তাই দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
দেওয়ান শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধূমকেতুর মতই ছিল জিয়াউর রহমানের আবির্ভাব। ১৯৭১-এ স্বাধীনতার ডাক দিয়ে তিনি এদেশের মানুষের কাছে সময়ের সাহসী সন্তান এবং সমরের বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত হন। আজ দেশের সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হতে চলেছে।
মাসুদ রেজা বলেন,বর্তমান সরকার র্যাব পুলিশ বিজিবির মাধ্যমে নিজের জনগণকে হত্যা গুম করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। শুধুমাত্র ক্ষমতার মসনদ চির দিনের জন্য পাকা পোক্ত করার লক্ষে বিভক্ত করা হয়েছে জাতিকে।
মাসুদ রেজা অবিলম্বে কারাগারে আটক সাংবাদিক শফিক রেহমান,শওকত মাহমুদ,মেয়র এম এ মান্নান,নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওলাদ হোসেন,ফারুক আলম,মোশেদুজ্জামান শ্যামল , মোজাম্মেল হক,সেলিম ব্যাপারী চঞ্চল, জাহিদ হোসেন, জুয়েল খান,সেলিম রেজা,এমদাদ হোসেন,মনজুর আলম,সৈয়দ আওলাদ হোসেন,শাহরিয়ার কবির, শাখয়াত হোসেন সোহাগ, মো. শামিম, দেলোয়ার হোসেন ঝন্টু, ,আনোয়ার হোসেন,আসিফ ইকবাল ভুইয়া, রুবেল খান,নিয়াজ হাবিব প্রমুখ।