Home আজকের গরম খবর শনিবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি

শনিবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি

0
শনিবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি
শনিবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি

সমাবেশের অনুমতি না পেয়ে ঢাকা মহানগরে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। তাই শনিবার ঢাকা মহানগরে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এ উপলক্ষে কয়েকদিন আগেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল তারা। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, উন্মুক্ত স্থানে নয়, কোনো মিলনায়তনে (ইনডোর) সমাবেশ করতে চাইলে অনুমতি দেবে তারা।