লন্ডনের পাতাল রেলস্টেশনে ছোট ধরনের বিস্ফোরণে’ পাঁচজন সামান্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এএফপি’র খবরে এ কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

পুলিশ আরো জানায়, তাদেরকে ফোন করে নর্থ লন্ডনের সাউথগেইট স্টেশনে একটি বিস্ফোরণের কথা জানানো হয়েছে। খবর পেয়েই জরুরি সংস্থার কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে এবং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

টুইট বার্তায় ব্রিটিশ পরিবহন পুলিশ জানিয়েছে, ‘এটা জঙ্গি হামলা নয় বলেই আমাদের ধারণা।

এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তারা সামান্য আহত হয়েছে।