রাউজানের সংবাদ ভিত্তিক শীর্ষ মাধ্যম ‘রাউজানের খবর’ হ্যাকারের কবলে, ১২ ঘন্টা পর উদ্ধার!

0
811

রাউজান উপজেলার সংবাদ
ভিত্তিক শীর্ষ মাধ্যম ‘রাউজানের খবর’
হ্যাক করেছে কিছু অর্থলোভী হ্যাকার।
জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায়
রাউজানের খবর এডমিন আবিদ মাহমুদের
ফেইসবুক আইডি হ্যাক করার মাধ্যমে এ
সংবাদ মাধ্যমটি এক করে অর্থলোভী
হ্যাকার। তাঁর আইডি হ্যাক করার সাথে
সাথে ‘রাউজানের খবর’ এ কর্মরত অন্যান্য
এডমিনদের রিমোভ করে দেওয়া হয়।
সারাদিন ব্যাপী চলে ‘রাউজানের খবর’
উদ্ধার তৎপরতা। অবশেষে বিকালে
হ্যাকার একটি ফোন নাম্বার দেয়। ফোনে
যোগাযোগ করা হলে অর্থলোভী হ্যাকার
পাঁচ হাজার টাকা দাবি করেন। পরে
আলাপ আলোচানার মাধ্যমে ‘রাউজানের
খবর’ এডমিন আবিদ মাহমুদ কিছু টাকা
বিকাশের মাধ্যমে হ্যাকারের কাছে
পাঠান। বিকাশে টাকা পাঠানোর পর
হ্যাকার নতুন একটি ই-মেইল আইডি ও
পাসওয়ার্ড মোবাইলে প্রেরণ করেন। তার
প্রেরণকৃত ই-মেইল আইডি ও পাসওয়ার্ড
লগিন করলে রাত ৮টায় উদ্ধার হয় । তাক্ষণিক ‘রাউজানের খবর’
এ্যাডমিন প্যানেলের বৈঠক অনুষ্ঠিত হয়।
‘রাউজানের খবর’ নতুন আঙ্গিকে
ওয়েবসাইট তৈরি করে রাউজানসহ দেশ-
বিদেশের সকল পাঠকদের কাছে বস্তুনিষ্ঠ
সংবাদ পৌছে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত
হয়। এ ব্যাপারে ‘রাউজানের খবর’ এডমিন
আবিদ মাহমুদ বলেন, আমার ফেইসবুক
আইডি হ্যাক করে আমাদের রাউজানের
খবর হ্যাক করে। আমিসহ অন্যান্য
এডমিনরা অনেক চেষ্ট করি উদ্ধার করার
জন্য। আগামী কাল পর্যন্ত অপেক্ষা করব।
এর পর যদি ‘রাউজানের খবর’কে উদ্ধার
করতে পরি বা না পারি আমরা নতুন
আঙ্গিকে রাউজানের খবর চালু করব। অপর
এডমিন সৈয়দ কায়সার আলম বলেন,
হ্যাকের ঘটনাটি শুনে আমি রাউজানের
খবর ওয়াল পোস্টে রাউজানের খবর
পাঠকদের জানান দেওয়ার চেষ্ঠ করি।
আমরা শীঘ্রই রাউজানের খবরকে নতুন
আঙ্গিকে রূপ দেব। হাজার হাজার পাঠক
প্রিয় সংবাদ মাধ্যম হ্যাক হওয়ায় খবর
পেয়ে অনেকে উদ্ধার করার চেষ্টা করেন।
হ্যাকের খবরটি অনেকে তাদের
ফেইসবুকে টাইমলাইনে ছড়িয়ে দিয়ে
আমাদের সহযোগিতা করেছেন। অনেক
হ্যাকার আমাদের সংবাদ মাধ্যমটি
উদ্ধারে সহযোগিতা করার জন্য ফোন
করেছেন। সকলের আন্তরিকতার জন্য
রাউজানের খবর পরিবারের পক্ষ থেকে
ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,
রাউজানের খবর পাঠকদের পূর্বের ন্যায়
সার্ভিক সহযোগিতা কামনা করেছেন
রাউজানের খবর এডমিন প্যানেল।

মোঃ আহসান হাবীব মিনহাজ ,
রাউজান