Home আজকের গরম খবর যুক্তরাষ্ট্রে দুই স্কুলে হামলার ঘটনায় নিহত ১১

যুক্তরাষ্ট্রে দুই স্কুলে হামলার ঘটনায় নিহত ১১

0
যুক্তরাষ্ট্রে দুই স্কুলে হামলার ঘটনায় নিহত ১১

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহতের ১২ ঘণ্টা পার হতে না হতে এবার জর্জিয়ার একটি হাইস্কুলের পার্কিং এলাকায় বন্দুকধারীর হামলায় আরও একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। খবর ইউএসএ টুডে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ইউএসএ টুডে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জর্জিয়ার ক্লেটন কাউন্টির মাউন্ট জিওন হাইস্কুলের পাশে পার্কিং এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এতে হতহতরা সবাই নারী।

পুলিশ বলছে, স্কুলের ভিতরে তখন গ্রাজুয়েশন উৎসব চলছিলো। এসময় এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স চল্লিশের কাছাকাছি, তাকে বুকে কয়েকবার গুলি করা হয়েছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সকাল ৮টার দিকে টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই সান্তা ফি হাইস্কুলের শিক্ষার্থী। সিবিএস নিউজ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ১৭ বছর বয়সী দিমিত্রিওস প্যাগোরটিস।

স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৪৮ কিলোমিটার দক্ষিণপূর্বের সান্তা ফি হাই স্কুলে গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটেছে।