জিম ম্যাকগ্রাথ জানিয়েছেন,  জর্জ এইচ ডব্লিউ বুশ শুক্রবার রাত ১০ টার দিকে তার হাউস্টনের বাসভবনে মারা গেছেন। আট মাস আগে তার স্ত্রী বারবারা বুশ ৭৩ বছর বয়সে মারা যান।

সিনিয়র বুশ পারকিনসন রোগে ভুগছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে  হুইলচেয়ারে চলাফেরা করতেন তিনি।

সূত্র: দ্য টেলিগ্রাফ