কিউবায় মার্কিন নৌঘাঁটিতে বিশেষ সামরিক আদালতের সমর্থনে গুয়ানতানামোর শীর্ষস্থানীয় এক বন্দীর আপিল আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এ কথা জানায়।
এর ফলে, ওসামা বিন লাদেনের সহযোগী এক লেফটেন্যান্ট আলী হামজা আহদে আল-বাহলুলের আজীবন সাজা নিশ্চিত করা হয়েছে। ২০০২ সাল থেকে সে গুয়ানতানামো কারাগারে আটক রয়েছে। আল-কায়েদার সাবেক প্রচারক ইয়েমেনী নাগরিক আলী হামজাকে ২০০৮ সালে সামরিক আদালত অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করে।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য ভাল খবর। ট্রাম্প গুয়ানতানামোর বন্দী শিবির ও এর আদালত আরো কার্যকর ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছেন। এএফপি।