রাশিদা তালিবের পর ইলহান ওমর নামের আরেক মুসলিম নারী মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে জয় পেয়েছেন। আর এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কংগ্রেসের সদস্য হচ্ছেন দুই মুসলিম নারী।

মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয়ী হয়েছেন ইলহান ওমর। তিনি সোমালি বংশোদ্ভূত। অন্যদিকে রাশিদা তালিব ফিলিস্তিনি বংশোদ্ভূত। এই দু’জনেই ডেমোক্রেট দলীয় প্রার্থী।

সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইলহান ওমর। তিনি কংগ্রেসের পাঁচ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন।

সূত্র: সিএনএন