Home আজকের গরম খবর মুগাবের পদত্যাগ দাবি

মুগাবের পদত্যাগ দাবি

0
মুগাবের পদত্যাগ দাবি

সামরিক অভ্যুত্থানের টানটান উত্তেজনার পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বন্দী, এমনটাই জানা গিয়েছিল। তবে ফের তিনি জনসম্মুকে উপস্থিত হয়েছেন। আফ্রিকার অন্যান্য দেশের প্রভাবশালী মন্ত্রীদের হস্তক্ষেপে তিনি আবার যেন নতুন করে জীবন ফিরে পেয়েছেন।

এবার অবশ্য তাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল জানু পিএফ পার্টির আঞ্চলিক শাখাগুলো। শুক্রবার বিকালে দলটির ১০টি আঞ্চলিক শাখার অন্তত ৮টি মুগাবেকে প্রেসিডেন্ট ও দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।

শনিবার মুগাবের পদত্যাগ চেয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা, যাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জানু পিএফ পার্টির উত্তরাধিকার নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব ও উত্তেজনার সূত্র ধরে বুধবার সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায়। এরপরই ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা মুগাবের ‘গৃহবন্দি’ হওয়ার খবর আসে।