মার্কিন সেনাবাহিনী জাপানে তাদের সেনা সদস্যদের ওপর অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির ওকিনাওয়া দ্বীপে অতিরিক্ত মদ পান করা এক মার্কিন সেনা ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটানো পর এ নিষেধাজ্ঞা জারি করা হলো।
রবিবার ২১ বছর বয়সী ওই মেরিন সেনা গাড়ি চালানোর সময় একটি মিনি ট্রাককে আঘাত করেন। এতে ৬১ বছর বয়সী ট্রাকচালক নিহত হন। পুলিশ জানিয়েছে, শ্বাস-প্রশ্বাসের পরীক্ষায় মার্কিন সেনার শরীরে স্বাভাবিক মাত্রার তুলনায় তিন গুণ অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। তাঁকে আটক করা হয়েছে। এর পর মার্কিন সেনাদের ঘাঁটির বাইরে-ভেতরে সবখানেই মদ পান নিষিদ্ধ করা হয়েছে। ওকিনাওয়ায় সেনাদের ঘাঁটির ভেতর বা বাসায়ই থাকতে বলা হয়েছে।
মার্কিন সেনা কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সেনা সদস্যদের ওপর আচরণের যে উচ্চমান ঠিক করা হয়েছে তা পালনে ব্যর্থ হলে সেটা ঘাঁটি ও স্থানীয় মানুষের মধ্যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের লক্ষ্য অর্জন কঠিন করে তোলে। ’
দুর্ঘটনার পর তাত্ক্ষণিক যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে তাঁরা আরো শৃঙ্খলা ও প্রতিরোধমূলক ব্যবস্থা আশা করেন।
তিনি বলেন ‘জাপান সরকার বারবার তাদের সুশৃঙ্খল হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলার পরও এ রকম ঘটনা দুঃখজনক। ’ সূত্র : এএফপি।