আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত আলোচনা করতে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি। বৈঠকের পরপরই ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের পুরানা পল্টনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইতোমধ্যে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। তবে বিএনপিকে জাতীয় ঐক্যফ্রন্ট আসনের যে চাহিদা দিয়েছে, তা নিয়ে মতানৈক্য দেখা দেওয়ায় শুক্রবার প্রার্থী ঘোষণা করা হয়নি বলে সূত্র জানিয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর লতিফুল বারী হামিম সাংবাদিকদের বলেন, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনো চলছে। আজকের মধ্যেই প্রার্থী ঘোষণা হতে পারে।