এই সাপ্তাহের শেষের মধ্যে জার্মান পার্লামেন্ট সিদ্ধান্তে পৌঁছাবে গ্রিসের প্রতি তাদের সাহায্যের স্কিম বর্ধিত হবে কি না। কিন্তু এর আগেই বুন্ডেরস্টাগে সি.এস.ইউ পার্টি সরাসরি না বলে দিয়েছে গ্রিসের সাহায্য স্কিমে। এফ.ডি.পি পার্টির কোন সমস্যা নেই গ্রিসের সাহায্য স্কিম বর্ধনে।
সি.এস.ইউ পার্টি চেয়ারম্যান, Gerda Hasselfeldt বলেন
“এ পর্যন্ত গ্রিসের আর্থসামাজিক সকল দিক বিবেচনা করে আমি মনে করি গ্রিক সরকার তাদের নিজেদের নির্ভরযোগ্যতায় ফেরত এসেছে। এখন শুধু”সাবধানে” গ্রীস এর সংস্কার প্রস্তাব বিবেচনা করতে হবে।„