বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে মসজিদের ইমাম ও ইসলামিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নতুন একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা
বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে মসজিদের ইমাম ও ইসলামিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নতুন একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা

জার্মানির রাজধানী বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে মসজিদের ইমাম ও ইসলামিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নতুন একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে জার্মান সরকার।

জার্মানির বার্লিনে মুসলমানদের সুপ্রিম কাউন্সিলের সহসভাপতি লিদিয়া নাইফেল আলজাজিরা অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নতুন ইনস্টিটিউটটি বার্লিনের মুসলিম জনগোষ্ঠী, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের দারুণ সুযোগ তৈরি করে দেবে।

’রাজধানীর স্থানীয় সরকারপ্রধান বলেন, ‘নতুন ইনস্টিটিউটের জন্য ১৩ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ কাজ দেবে এবং বার্লিনের সরকারি স্কুলে হাজার হাজার মুসলিম শিক্ষার্থীকে ইসলামী শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশেষ সহায়তা দেবে। ’

২০০৩ সালে মুনস্টার, ওসেনউ ব্রক, তুইজিং, ফ্রাংকফুর্ট ও এরেঞ্জেন বিশ্ববিদ্যালয়গুলোতে (পাঁটি) ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর জার্মান ভাষাভাষী প্রায় ২০০০ মুসলিম ছাত্রকে ইমাম ও শিক্ষক হিসেবে কাজ করার জন্য তৈরি করা হচ্ছে, যাতে করে জার্মান মুসলিম নাগরিকরা আপন ভাষাভাষী শিক্ষক ও ইমামদের মাধ্যমে যাবতীয় ধর্মীয় প্রয়োজনাদি পূরণ করতে পারেন।

হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের নতুন ইনস্টিটিউটের প্রাথমিক কার্যক্রম ২০২১ সাল পর্যন্ত চলবে। এই ইনস্টিটিউটে অধ্যয়নকারী ইমাম ও শিক্ষকদের ইসলাম ও সমাজ গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স ও মাস্টার্স ডিগ্রি প্রদান করবে। সরকারিভাবে ও বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে তাদের বেতন-ভাতাও দেওয়া হবে। (সূত্র : আলজাজিরা ডটনেট)