Home আজকের গরম খবর বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমুন্ত্রী সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানীর মতবিনিময় সভা

বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমুন্ত্রী সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানীর মতবিনিময় সভা

জার্মান সফরত অর্থমন্ত্রীর কাছে বাংলাদেশ সেন্টার নির্মাণের দাবী বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতৃবৃন্দের ।

বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সরকারি সফরে জার্মানিতে অবস্থানকালে বৃহস্পতিবার বিকালে ফ্রাঙ্কফ্রুটস্থ হোটেল মারিটিমে জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা করেন । এসময় অর্থমন্ত্রীর সাথে দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ও ডিজিটাল বাংলাদেশের রূপকার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেন ।বিভিন্ন দেশ থেকে দেশ ও আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন অপপ্রচার করে দেশের সুনাম ক্ষুন্ন ও প্রবাসে বসবাসকারী বাঙালি কমিউনিটিকে হেয়প্রতিপন্ন করা হয় এ সম্পর্কে মন্ত্রীকে অবহিতও করা হয় ।
মন্ত্রীকে দীর্ঘদিনের বাংলাদেশি কমিউনিটির প্রানের দাবি “বাংলাদেশ সেন্টার “নির্মাণের প্রয়োজনীয়তা যেখানে বাংলা ভাষায় লেখা পড়া,গবেষণাগার, লাইব্রেরি ,বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার, ইসলামিক রিসার্চ সেন্টারসহ মসজিদ থাকবে এ যৌতিক দাবি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশী পক্ষে জার্মানিতে বসবাসকারী বাঙালি কমিউনিটিনেতা ,জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি ও সী-ল্যান্ড সুপার মার্কেটের স্বত্তাধিকারী মি: জয়নাল হক । উপস্থিত সকলেই এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।জনাব জয়নাল হক’র হৃদয়স্পর্শী বক্তব্য ও উপস্থাপনায় প্রবাসীদের এ দাবি মন্ত্রী মনোযোগ সহকারে শুনে উপস্থিত জার্মানস্থ রাষ্ট্রদূত মোহাম্দ আলী সরকারের কাছে প্রয়োজনীয়তা জানতে চাইলে মান্যবর রাষ্ট্রদূত বলেন বাঙালি কমিউনিটির এ আন্তরিক আবেদন আপনি গ্রহন করতে পারেন এবং ফ্রাঙ্কফুর্ট শহরে বাঙালি কমিউনিটি বেশি বসবাস করেন বলে উল্লেখ করেন তিনি । অর্থমন্ত্রী সৌদী আরব ও মালোয়েশিয়ায় বাংলাদেশ সেন্টার এ সরকারের আমলেই নির্মান করে দেয়া হয়েছে উল্লেখ করে বলেন জার্মান প্রবাসীদের প্রানের দাবি আন্তরিক ভাবে বিবেচনা করবেন বলেও আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জার্মানস্থ রাষ্ট্রদূত মোহাম্দ আলী সরকার,প্রবাসী কমিউনিটি লীডার মাহফুজুর রহমান, হাফিজুর রহমান আলম,বাবুল তালুকদার, ডেয়লী স্টারের সাংবাদিক মি:সাজ্জাদ আহমদ,চ্যানেল 24’র সাংবাদিক বাবু মজুমদার,বেগম ইউসুফ, জাবল সিকদার,সেলিম খান,বাবুল মোল্লা ,জার্মান বাংলার স্থানীয় রিপোর্টার এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ।