আগামী ৩০ শে মে, ২০১৫ ইং শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( জার্মান শাখার ) পক্ষ থেকে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এর ৩৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ৷
এবং এর পরেই থাকছে দলের সিনিয়র নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন ৷
জার্মান শাখার জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট দেওয়ান শফিকুল ইসলাম এর নেতৃত্বে ‘ ফ্রাঙ্কফুর্ট আম মাইন্ ‘ শহরে স্থানীয় সময় বিকেল ৬ ঘটিকায় এই অনুষ্ঠানটি সংগঠিত হবে ৷এ বিষয়ে জনাব দেওয়ান শফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান,দোআ ও মাহফিলের শেষে দেশের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসন বেবস্থার পরিপেক্ষিতে এক সভা ও সংবাদ সম্মেলন করা হবে ৷
এছাড়া দেশের ১৮ কোটি মানুষকে এই অবৈধ আওয়ামী শাসন থেকে মুক্তির দিকনির্দেশনা মূলক আলোচনাও করা হবে বলে তিনি জানিয়েছেন ৷
তিনি আরো বলেন, সরকার পতনে সংগ্রাম এর কোনো বিকল্প নেই ৷
দেশ-বিদেশে যে যেখানেই থাকুক, নিজ নিজ অবস্থান থেকে সংগ্রাম করতে হবে ৷
এবং এর পরেই থাকছে দলের সিনিয়র নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন ৷
জার্মান শাখার জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট দেওয়ান শফিকুল ইসলাম এর নেতৃত্বে ‘ ফ্রাঙ্কফুর্ট আম মাইন্ ‘ শহরে স্থানীয় সময় বিকেল ৬ ঘটিকায় এই অনুষ্ঠানটি সংগঠিত হবে ৷এ বিষয়ে জনাব দেওয়ান শফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান,দোআ ও মাহফিলের শেষে দেশের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসন বেবস্থার পরিপেক্ষিতে এক সভা ও সংবাদ সম্মেলন করা হবে ৷
এছাড়া দেশের ১৮ কোটি মানুষকে এই অবৈধ আওয়ামী শাসন থেকে মুক্তির দিকনির্দেশনা মূলক আলোচনাও করা হবে বলে তিনি জানিয়েছেন ৷
তিনি আরো বলেন, সরকার পতনে সংগ্রাম এর কোনো বিকল্প নেই ৷
দেশ-বিদেশে যে যেখানেই থাকুক, নিজ নিজ অবস্থান থেকে সংগ্রাম করতে হবে ৷
দলের সাধারণ সম্পাদক জনাব মাসুদ রেজা বলেন,
দেশের এই পরিস্থিতি তে শহীদ জিয়ার আদর্শে নিজেদের গড়ে তুলে আওয়ামী এক নায়কতন্ত্র সরকার পতনে এগিয়ে আসতে হবে৷
এবং এজন্য তিনি উক্ত সভায় সবাইকে যোগদান করে নিজ নিজ মূল্যবান পরামর্শ দানে আহ্বান করেছেন৷
আলোচনা সভার স্থান :
Berlinerstr. 274
63067 Offenbach/Main ( Kaiserlei )