ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত এলাকায় বৃহস্পতিবার কোরবানির পশুর রক্ত ও বর্জ্য অপসারণে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন ঢাকা দক্ষিণ ছাত্রলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক মো. জুবায়ের আহমেদের নেতৃত্ব ও নির্দেশনায় এ কর্মসূচিতে অংশ নেন বলে জানিয়েছেন তারা।
জুবায়ের গণমাধ্যমকে বলেন, এ বছর ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কোরবানির বর্জ্য অপসারণে অংশ নিয়ে সংশ্লিষ্টদের চ্যালেঞ্জ মোকাবেলায়ও সহায়তা করছেন। আগামীতে এমন জনমুখী উদ্যাগে আরো ব্যাপকভাবে সম্পৃক্ত থাকবেন ঢাকা দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা।
ক্ষমতাসীন দলের ভাতৃপ্রতিম সংগঠনটি নিয়মিতভাবে কল্যাণমুখী এমন কর্মকাণ্ডে হাত ছোঁয়ানো অব্যাহত রাখলে খুব সহজেই নগর ছাত্রলীগের ভাবমূর্তি মানুষের কাছে ব্যাপকভাবে ইতিবাচক হয়ে উঠবে বলে বিশ্বাস জুবায়ের আহমেদের।
ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় গিয়ে ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বর্জ্য অপসারণেও হাত লাগান ছাত্রলীগের নেতারা। তাদের এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দা ও দায়িত্বশীল কর্মকর্তারা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ কার্যক্রমের ছবিও নগরবাসীর প্রশংসা পেয়েছে।