এই রমজানে জেরুজালেমের ফিলিস্তিনি আন্দোলনকর্মীরা একটি ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন। আর তাদের এই প্রতিবাদ কর্মসূচি চালু হয়েছে টুইটারভিত্তিক, যার নাম-হ্যাশট্যাগউইআরনটহাঙ্গগ্রি(হ্যাশট্যাগ-আমরা ক্ষুধার্ত নই)। এই কর্মসূচির অংশ হিসেবে আল-আকসা মসজিদে পাঠানো সংযুক্ত আরব আমিরাতের ইফতার সামগ্রী প্রত্যাখ্যান করেছেন তারা।
জেরুজালেমের ফিলিস্তিনি আন্দোলনকর্মীদের অভিযোগ, উপসাগরীয় রাষ্ট্র (আরব আমিরাত) দখলদার ইসরায়েলকে সমর্থন করছে। কারণ, ‘গিরো ডিইতালিয়া’ সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা। অধিকৃত জেরুজালেমের মধ্য দিয়ে নাকবার ৭০তম বার্ষিকীতে এই সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, ওই প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণের সমালোচনা করে ফিলিস্তিনের অলিম্পিক কমিটি। তাদের দাবি, এ প্রতিযোগিতায় আমিরাতের অংশগ্রহণ ফিলিস্তিনি জনগণের মহান সংগ্রামের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার নজির স্থাপন করেছে।