প্রধানমন্ত্রী নামে নামকরন করা হবে সিঙ্গাপুরের অর্কিড ফুলের

0
508

একটি ফুলের নাম রাখা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের এক অর্কিড সেই নাম পেতে যাচ্ছে। আসন্ন সিঙ্গাপুর সফরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ ওই বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে বলেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে ১১ মার্চ ৪ দিনের সফরে সেদেশে যাবেন শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং সে দেশের ব্যবসায়ীমহলের সঙ্গে বসবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে তাকে সম্মান জানাতে তার নামেই একটি অর্কিড নামগ্রহণ করবে। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর এই সফরে ৬টি সমঝোতা স্মারক সই হতে পারে। চার দিনের সফর শেষে শেখ হাসিনার ১৪ মার্চ দেশে ফেরার কথা।

বর্তমানে আসিয়ানের নেতৃত্বে থাকা সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট নিরসনে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা চাইবেন তিনি।