৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে; এতে আইনগত বাধা নেই বলেও জানান ইসি সচিব।

আজ শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন হেলালুদ্দীন আহমদ।আরও জানান, আগামী রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

নির্দেশনা মেনে প্রার্র্থীদের আগামী সাত দিনের মধ্যে ব্যানার, পোস্টার ও তোরণ নামিয়ে ফেলারও নির্দেশ দেয় কমিশন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মেট্টোপলিটন এলাকার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।