Home আজকের গরম খবর পোপ ফ্রান্সিসকে পদত্যাগের আহবান

পোপ ফ্রান্সিসকে পদত্যাগের আহবান

0
পোপ ফ্রান্সিসকে পদত্যাগের আহবান
পোপ ফ্রান্সিসকে পদত্যাগের আহবান জানিয়েছেন ভ্যাটিকানের এক সিনিয়র কর্মকর্তা। সাবেক কার্ডিনাল থিওডোর ম্যাককারিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে এই পদত্যাগের আহবান বলে জানা গেছে।

 

জানা গেছে, আর্চ বিশপ কার্লো মারিয়া ভিগানো পোপ ফ্রান্সিসের কাছে একটি চিঠি দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, যৌন অসদাচারণের অভিযোগে ম্যাককারিকের ওপর পোপ বেনেডিক্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন পোপ ফ্রান্সিস।

ভিগানোর অভিযোগ, নিষেধাজ্ঞার পরও পোপ ফ্রান্সিস ম্যাককারিকের অপরাধ আড়াল করার চেষ্টা করেন। এদিকে, পোপ ফ্রান্সিসকে এই চিঠির অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান।