ফ্রান্সের স্ট্রাসবুর্গে মঙ্গলবারের হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার স্ট্রাসবুর্গের একটি সড়কে স্থানীয় সময় রাত ৯ টায় পুলিশের গুলিতে নিহত হয় ওই হামলাকারী।
গত ১১ডিসেম্বর (মঙ্গলবার) সন্দেহভাজন ওই হামলাকারী স্ট্রাসবুর্গের বিখ্যাত ক্রিসমাস মার্কেটের কাছে হামলা চালায়। এতে ৩ জনের মৃত্যু হয় এবং অপর ১৩ জন গুরুতর আহত হয়।
দেশটির পুলিশ জানায়, অভিযুক্ত ওই হামলাকারীর বয়স ২৯। পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারী ওই ব্যক্তি উগ্রবাদী।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলাকারীর নাম শাকেত। হামলার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টফি কাস্টানার বলেন, ‘হামলাকারীকে গ্রেপ্তারে সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’