Home আজকের গরম খবর নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের

নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের

0
নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর মাধ্যমে শুরু হয়েছে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি। এসময় গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার সকাল ১০টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ। নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের। গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা পাঁচ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আটটি বুথে আট বিভাগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

তিনি বলেন, ফরম বিক্রি মনিটরিং করবেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তাদের সঙ্গে আরও কয়েক সদস্য থাকবেন। মনোনয়ন ফরম বিতরণের শেষ সময় জানানো হবে।