Home আজকের গরম খবর নিউজিল্যান্ডের মসজিদে প্রথম হাইটেক সিকিউরিটি

নিউজিল্যান্ডের মসজিদে প্রথম হাইটেক সিকিউরিটি

0
নিউজিল্যান্ডের মসজিদে প্রথম হাইটেক সিকিউরিটি

মসজিদে প্রথম হাইটেক সিকিউরিটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে নিউজিল্যান্ডে। দেশটির সাম্প্রতিক হামলার শিকার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে এই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। টেক্সাস কম্পানি এথেনা সিকিউরিটি ক্যামেরাটি তৈরি করেছে।

কম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, হাইটেক সিকিউরিটির এই ক্যামেরায় রয়েছে কৃত্রিম বুদ্ধিবৃত্তিক ক্ষমতা। এটি অস্ত্রধারীকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুহূর্তে এর লাইভ ভিডিও অ্যালার্ট পাঠাতে সক্ষম কর্তৃপক্ষের কাছে।

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বসানো ক্যামেরাটির অর্থ জোগান দিয়েছে ইসলামিক চ্যারিটিস অ্যান্ড ফাউন্ডেশনস।

ক্যানটারবেরি মুসলিম অ্যাসোসিয়েশন’র সভাপতি শাগাফ খান বলেন, তিনি আশা করছেন অন্যান্য মসজিদ এবং ইসলামী স্কুলগুলোও এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে।

সূত্র : রেডিও নিউজিল্যান্ড