নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলায় অন্তত ৪৯ জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজন হিসেবে ব্রেন্টন টারান্টকে শনিবার আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
২৮ বছর বয়সী ব্রেন্টনকে সাদা রঙের কয়েদীদের শার্ট পরা এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় হাজির করা হয়। তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান বলেন, এই হামলা ছিল একটি উগ্র-সন্ত্রাসবাদী হামলা এবং প্রধান সন্দেহভাজন হামলাকারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। আরডান আরো জানান, ওই ব্যক্তি ছাড়া আরও দুজন পুলিশের হেফাজতে আটক আছে।
নিউজিল্যান্ডে অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান। এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু লাইসেন্স করা বন্দুক দিয়েই এ ধরনের ঘটনা ঘটছে, তাই আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারি..আমাদের বন্দুক আইনে পরিবর্তন আসবে।’