ভারতে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির প্রিমিয়ারে ভারত সফর করেছেন হলিউড অভিনেতা ভিন ডিজেল। বৃহস্পতিবার ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে দীপিকার সঙ্গে উপস্থিত হন তিনি।  সেখানে দীপিকার  ‘লুঙ্গি ড্যান্স’ গানে নাচেন ভিন ডিজেল।
বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছতেই মরাঠি কায়দায় জাঁকজমকের সঙ্গে ভিন ডিজেল, দীপিকাকে স্বাগত জানান হয়। এর আগে তিনি ভারতে আসেননি। ভারতীয় সংস্কৃতির সঙ্গেও সে ভাবে পরিচিত নন তিনি। ভারতে তাঁকে স্বাগত জানাতে এমন জাঁকজমক এবং তাদের ঘিরে ভক্তদের এমন উদ্দীপনা দেখে আপ্লুত ভিন ডিজেল। তবে পাল্টা চমক দিতে ছাড়েননি ভিনও।
ঐ সন্ধ্যায় দীপিকার সঙ্গে তালে তাল মিলিয়ে ‘লুঙ্গি ডান্স’ করে তাক লাগিয়ে দিয়েছেন মুম্বাইয়ের দর্শকদের।
ভারকে ছবির প্রচারের কাজ শেষে শনিবারই দেশে ফিরে যাওয়ার কথা ভিন ডিজেলের।