তুরস্কে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ৮৬ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর সিএনএনের।

খবরে বলা হয়, একটি হাইস্পিড ট্রেনের সঙ্গে লোকোমোটিভের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী আঙ্কারার একটি রেলস্টেশনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

শহরটির গভর্নর ভাসিপ সাহিন এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় সকাল ৬.৩০মিনিটে ঘটা ওই দুর্ঘটনায় ৪৬জন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আমরা আশা করছি আর যেন নিহতের সংখ্যা না বাড়ে, আমাদের উদ্ধার কর্মীরা কাজ করছে, তাদের উদ্ধারকাজ সম্পন্ন হলে আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানায়, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তৈয়ব এরদোয়ান বলেন, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার দায়ী থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।