Home আজকের গরম খবর তিন তালাক প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা ভারতে

তিন তালাক প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা ভারতে

0
তিন তালাক প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা ভারতে

তিন তালাক প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে একটি অধ্যাদেশ পাশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অধ্যাদেশটি পাশ হয়েছে। দেশটির আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এ কথা জানিয়েছেন। গতকাল রাতে দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ অধ্যাদেশে সই করেছেন।

অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে কারো বিরুদ্ধে এ অভিযোগ আসলে তার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।

এখন থেকে কোনো নারী নিজে কিংবা তার রক্তের সম্পর্কীয় কেউ অভিযোগ করলে এটি অপরাধ হিসেবে আমলে নেয়া হবে।কিন্তু স্বামী-স্ত্রীর দুজন আপসরফায় চলে গেলে মামলা উঠে যাবে। মামলায় স্বামীকে জামিন দেয়া হবে কি-না স্ত্রীর বয়ান শোনার পরই আদালত সেই সিদ্ধান্ত নেবে।

এ মামলায় পুলিশও জামিন দিতে পারবে না। একমাত্র আদালতের বিচারপতিরই জামিন দেয়ার অধিকার রয়েছে। এখন থেকে ভারতে তিন তালাক ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে।