Home আজকের গরম খবর তাজমহল চত্বরে নামাজ নিষিদ্ধ করার দাবি

তাজমহল চত্বরে নামাজ নিষিদ্ধ করার দাবি

0
তাজমহল চত্বরে নামাজ নিষিদ্ধ করার দাবি

ভারতে তাজমহল নিয়ে বিতর্ক যেন থামছেই না। আর এরইমধ্যে শুক্রবার তাজমহল চত্বরে নামাজ বন্ধের দাবি তুলছে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। তাদের দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেওয়া হোক, না হলে বন্ধ হোক নমাজ।

এ ব্যাপারে ওই সংগঠনের এক কর্তা ড. বালমুকুন্দ পান্ডে বলেন, ‘‘তাজ আমাদের জাতীয় সম্পদ। তা হলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার হবে? এখনে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। ’’

তাজমহলের গা ঘেঁষেই রয়েছে মসজিদ। তাই জুম্মার নমাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সেদিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজমহল। এই প্রসঙ্গে মসজিদের ইমাম বলেন, ‘সমাধির উপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে একটা সমাধানের পথ খোঁজা উচিত। ’

এর কয়েক দিন আগে তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করেছিল যোগী আদিত্যনাথের হাতে তৈরি, ‘হিন্দু যুবা বাহিনী’র সদস্যরা।

বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, ‘‘আজ যেখানে তাজ, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজ মন্দির করে দেওয়া হোক। ’