ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‌‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার দায়ে ১২ শিক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আদালত বসিয়ে এই শাস্তি প্রদাণ করেণ ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।

এর আগে প্রক্টরিয়াল টিম শুক্রবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও বাইরের বিভিন্ন কেন্দ্র থেকে আটক করে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে। এবার এক হাজার ৭৬৫ আসনের বিপরীতে অংশ নেয় ৮৯ হাজার ৫০৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করার ১২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।