Home আজকের গরম খবর ঢাকা-১৭ আসনে দু’জনকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ

ঢাকা-১৭ আসনে দু’জনকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ

0
ঢাকা-১৭ আসনে  দু’জনকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ

রাজধানীর গুলশান-বনানীর মতো অভিজাত এলাকা নিয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসনটি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের হাতছাড়া। এবার মহাজোটের চেয়ে নিজ দলের প্রার্থীকেই বেশি প্রাধান্য দিচ্ছে আওয়ামী লীগ। দল প্রাথমিকভাবে দু’জনকে মনোনয়ন দিয়েছে।

তারা হলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাদের খান ও চিত্রনায়ক ফারুক। এ আসনে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও প্রার্থী।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকায় দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কাদের খানকে দলের একক প্রার্থী হিসেবে চাচ্ছেন। তারা বলছেন, অনেক দিন পর নিজ দলের নৌকার প্রার্থী পেয়েছি। কাদা ছোড়াছুড়ি না করে কাদের খানকে একক প্রার্থী দিলে আমরা জয় নিশ্চিত করতে পারব। আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই অঙ্গিকারই করতে চাই।

মঙ্গলবার বনানীর কাঁচাবাজার এলাকার কাদের খানের দলীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেল। তারা জড়ো হয়েছেন কাদের খানের সঙ্গে মতবিনিময় করতে। প্রতিটি থানার নেতাকর্মীরা গ্রুপ করে নির্বাচনী কর্মপরিকল্পনা প্রণয়নে ব্যস্ত দেখা গেল সবাইকে।

কাদের খানকে শুভেচ্ছা জানাতে আসা ভাষানটেক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের দুর্দিনের কর্মী কাদের খান। তিনি ১৯৭২ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়ে যে মূল্যায়ন করেছেন তা অটুট রাখতে আমরা মাঠের কর্মীরা সক্রিয়।

এদিকে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় কয়েক হাজার নেতাকর্মী কাদের খানের বনানী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে শুভেচ্ছা জানান।

মনোনয়নের বিষয়ে জানতে চাইলে কাদের খান বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে আছি। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছি। মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতায় অবদান রেখেছি।