শেষ পর্যন্ত ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধেই রায় দিল আদালতের আপিল বিভাগ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ফেডারেল আপিল কোর্ট এ রায় দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞাকে সাময়িকভাবে স্থগিত করে এক সপ্তাহ আগে দেয়া সিয়াটলের একটি আদালতের রায় এবারও সর্বসম্মতিক্রমে বহাল রেখেছেন তিনজন বিচারকের একটি প্যানেল।
তবে দেশটির সাংবাদিকরা জানান, সুপ্রিম কোর্ট এ ব্যাপারে পরে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
এদিকে আপিল খারিজ হবার পর আবারো বিচারকদের একহাত দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘তাহলে আদালতেই দেখা হবে। আমাদের জাতীয় নিরাপত্তা এখন ঝুঁকির মুখে।’
SEE YOU IN COURT, THE SECURITY OF OUR NATION IS AT STAKE!
— Donald J. Trump (@realDonaldTrump) February 9, 2017
মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের প্রবেশ নিয়ে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, এ ধরনের আইনি রুলিংয়ের কারণে যুক্তরাষ্ট্র খারাপ ও বিপজ্জনক মানুষে ভরে যেতে পারে। বিবিসি ও সিএনএন।