ফের বাধার মুখে পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীবিরোধী কর্মসূচি। একজন বিচারক সম্প্রতি ডিএসিএ নামে কর্মসূচি পুনর্বহালে ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলের একটি অভিবাসী কর্মসূচি বাতিল করা প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের ওপর দেশটির একজন বিচারক মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ওবামা আমলের এ কর্মসূচির আওতায় শিশু হিসেবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা তরুণ অভিবাসীকে আইনি বৈধতা দেয়া হয়।

এর আগে সান ফ্রানসিস্কো ভিত্তিক বিচারক উইলিয়াম অলসুপ ডিফারেড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) কর্মসূচি পুনর্বহালে ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দেন। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় ৪৯ পাতার রুল জারি করেন তিনি। ফলে নতুন করে এ কর্মসূচি চালু করতে হবে ট্রাম্পকে।