জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন। সে বৈঠকে বঙ্গবন্ধু হত্যাকারী নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত আনার জন্য জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া, জি-৭ আউটরিচ প্রোগ্রামে বিশ্বের শীর্ষ সাতটি দেশের কাছে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার কুইবেকের লা মালবাইয়ে আগামী ৮ ও ৯ জুন ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। জি-৭ এ রয়েছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ট্রুডো গত শুক্রবার ঘোষণা করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অপর ১৫ বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানগণকে আগামী ৯ জুন অনুষ্ঠেয় জি-৭ শীর্ষ সম্মেলনের বিশেষ আউটরিচ অধিবেশনে কানাডা স্বাগত জানাবে।