Home আজকের গরম খবর জিম্বাবুয়ের ক্ষমতা নিতে প্রস্তুত নানগাগওয়া

জিম্বাবুয়ের ক্ষমতা নিতে প্রস্তুত নানগাগওয়া

0
জিম্বাবুয়ের ক্ষমতা নিতে প্রস্তুত নানগাগওয়া
জিম্বাবুয়ের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে এমারসন নানগাগওয়া বৃহস্পতিবার ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পদত্যাগের পর নানগাগওয়া তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে জানা গেছে।
জিম্বাবুয়ের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নানগাগওয়া বুধবার দেশে ফিরেছেন। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
সাবেক ফার্স্ট লেডির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ৬ নভেম্বর জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে নানগাগওয়াকে বরখাস্ত করেন। এরপরই দেশটিতে সংকট শুরু হয়। এর জের ধরে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয়। এএফপি।