জার্মান বাংলা ঃ ঈদ মোবারক। বছর ঘুরে আমাদের জীবনে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল-আযহা। মহান আল্লাহ বছরে আমাদের জন্য দু’টি শ্রেষ্ঠ আনন্দের দিন উপহার দিয়েছেন। এর একটি ঈদুল ফিতর, অপরটি ঈদুল আযহা। দুই ঈদেরই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ঈদুল আযহা ত্যাগ ও কুরবানীর বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। মহান পিতা ও পুত্র আমাদের জন্য যে উদাহরণ রেখে গেছেন তার মর্মকথা হলো, আল্লাহর পথে চলতে গিয়ে প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে, এমনকি জীবন প্রদানেও আমাদের হতে হবে অকুণ্ঠচিত্ত।
ঈদুল-আযহা আমাদের সমাজে একই সাথে ধর্মীয় ও সামাজিক উৎসবের রূপ পরিগ্রহ করেছে। ইবাদত ও আনন্দের চেতনা এই উৎসবকে এক অনন্য বৈশিষ্ট্যে উজ্জ্বল করেছে। ঈদ উৎসব থেকে আমরা আনন্দ-বিনোদনের এক পবিত্র চেতনা অর্জন করে থাকি।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে মিল রেখে জার্মানি ,ইতালি,  যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বৃহস্পতিবার মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা পালিত হবে। এবারেও ইউরোপের প্রায় সকল মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। বরাবরের মত এবারো মানহাইম , ফ্রাকফুরট , বার্লিন বাংলা মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত সকাল ৮ ঘটিকায় ।