জার্মান ফুটবল ক্লাব ‘বরুসিয়া ডর্টমুন্ড’ এর খোলায়াড় পরিবাহী একটি বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বিপক্ষ দল ‘মোনাকো’র বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ডর্টমুন্ড পুলিশের প্রধান বলেন, ‘ফুটবল টিমকে লক্ষ্য করেই সম্ভবত এ হামলা চালানো হয়ে থাকতে পারে।’
বিস্ফোরণে মার্ক বার্ট্রা নামের এক খোলোয়াড় আহত হয়েছেন। কব্জির হাড় ভেঙ্গে যাওয়ায় অপারেশনের জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় অন্য খোলোয়াড়েরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।
ওই রাজ্যের প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি চিঠি কুড়িয়ে পাওয়ায় এটি নিয়ে বিস্তর তদন্ত শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় মোনাকোর সঙ্গে ডর্টমুন্ডের খেলা হওয়ার কথা ছিলো।

পরপর তিনটি বিস্ফোরণের পর ঘটনাস্থলে দেখা যায়, বাসটির টায়ার বিস্ফোরিত এবং এর কাঁচের জানালাগুলো ভেঙ্গে পড়ে আছে। বিবিসি।