Home আজকের গরম খবর জার্মান ফুটবল লিগে প্রথম নারী রেফারি

জার্মান ফুটবল লিগে প্রথম নারী রেফারি

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগার প্রথম নারী রেফারি হিসেবে নাম লেখাতে যাচ্ছেন বিবিয়ানা স্টেনহাস।

জার্মানির ২০১৭-১৮ মৌসুমে নিয়োগ দেয়া চার রেফারির অন্যতম হচ্ছেন স্টেনহাস।

তিনি জার্মানির দ্বিতীয় বিভাগে ইতিমধ্যে ৮০টি খেলা পরিচালনা করেছেন।

শুধু জার্মান লিগ নয়, ইউরোপের সেরা ৫টি লিগে তিনিই হবেন প্রথম নারী রেফারি।

আগামী আগস্ট থেকেই শুরু হতে যাচ্ছে বুন্দেসলিগার দ্বিতীয় পর্ব।

স্টেনহাস বলেন, আমি বুন্দেসলিগার প্রথম নারী রেফারি হয়েছি। এখন মাঠে খেলা পরিচালনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সংবাদ মাধ্যম এবং দর্শকরাও অপেক্ষা করছে ওই সময়ের জন্য। আমাদের সবার জন্যই একটা স্বপ্ন সত্য হয়ে এসেছে।

জার্মান ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেইনহার্ড গ্রিনডেল বলেছেন, তার এই দৃষ্টান্ত নারীদের জন্য উৎসাহ হিসেবে কাজ করবে।