আগামী ৩০শে মে, ২০১৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মান আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সন্মেলন এবং পুনঃনির্বাচন। বাংলাদেশ আওয়ামীলীগ এর কর্ণধার, জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন বেগম শেখ হাসিনার নেত্রিত্তে এক স্বনির্ভর, গতিশীল ও সন্ত্রাশ মুক্ত আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার সপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষে গত কয়েক বছর ধরে দৃঢ় নিষ্ঠার সাথে এবং একাগ্রতা নিয়ে কাজ করে যাচ্ছে জার্মান আওয়ামীলীগ। সেই সুবাদে প্রতি তিন বছর অন্তর অন্তর জার্মান আওয়ামীলীগ তাদের কার্যক্রম আরও শুক্ষ এবং দক্ষতার সাথে সম্পন্নের লক্ষে সকল আওয়ামী শক্তিতে বিশ্বাসী সৈনিকদের সাথে নিয়ে সফলভাবে সন্মেলন এবং পুনঃনির্বাচন করে যাচ্ছে।
জার্মান আওয়ামীলীগের সাফল্যের নেপথ্যে দৃঢ়তার সাথে একনিষ্ঠ ভাবে কাজ করে যাওয়া আওয়ামী সৈনিকদের মধ্যে অন্যতম ত্যাগী ও নিষ্ঠাবান বেক্তিত্য হলেন জনাব শেখ বাদল আহমেদ। যার মেধা ও একনিষ্ঠ পরিশ্রমের কারনেই জার্মান আওয়ামীলীগ আজ সাফল্য অর্জন করেছে। শেখ বাদল আহমেদ আজ এক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এবং একটি সন্ত্রাশ নিপিরন মুক্ত দেশ গড়ার অঙ্গীকারবদ্ধ বলিয়ান বেক্তির নাম। ১৯৯১ সালে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ১৯৯৩ সালে ঢাকা বিশবিদ্যালয়ে অধ্যয়নরত এক তরুন যার চোখে মুখে ছিল বঙ্গবন্ধুর আদর্শে চলার প্রতিজ্ঞা ও দেশ নেত্রি শেখ হাসিনার নেত্রিত্তের সাথে এগিয়ে যাওয়া। খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সময়েই শেখ বাদল আহমেদ বাংলাদেশ ছাত্রলীগ যোগ দান করেন এবং ছাত্রলীগের ভিপি হিসেবে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেন।
পেশাগত কারনে আজ দেশের বাইরে পৃথিবীর অন্যতম উন্নত এবং গনতান্ত্রিক দেশ জার্মানীতে অবস্থান করতে হয় বাদল আহমেদকে। কিন্তু তার রাজনৈতিক মূল্যবোধ থেমে যায়নি। আওয়ামী বিশ্বাসী এই তরুন সৈনিক চালিয়ে গিয়েছেন তার একনিষ্ঠটা। জার্মানীতে বসবাসরত সকল আওয়ামী বিশ্বাসীদেরকে এক করেছেন তিনি। চালিয়ে গিয়েছেন দেশ রক্ষার কাজ ।একাগ্রতার সাথে আজও এগিযে চলেছেন।
গত কয়েক বছর যাবত দায়িত্বশীলতার সাথে জার্মান আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এর গৌরবময় দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। আসন্ন ত্রি-বার্ষিকী সন্মেলন এবং পুনঃনির্বাচনে আবারও জনাব শেখ বাদল আহমেদকে সাধারন সম্পাদক হিসেবে পেতে চায় আওয়ামীলীগ বিশ্বাসী জার্মান প্রবাসীরা । জনাব আহমেদ সকলের শুভ কামনা এবং দোয়া প্রার্থী।
আগামী ৩০শে মে, ২০১৫ তারিখে জার্মানীর ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিতব্য সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আসাদুজ্জামান খাঁন কামাল, এম পি, মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী আনিল দাস গুপ্ত, চেয়ারম্যান, সর্বোপরি ইউরপিয়ান, আওয়ামীলীগ। অনুস্থানে সভাপতিত্ব করবেন জনাব এ.কে.এম বসিরুল আলম চৌধুরী সাবু, সভাপতি, জার্মান আওয়ামীলীগ।