১৯৯৮ সালে ছবিটি করেছিলেন তিনি, পরিচালক হিসেবে। আইকনিক ছবি ছিল সেটি। ২০ বছর পর আজ জার্মানির বার্লিনে বসে যদি সেই ছবির জনপ্রিয় গানের অর্কেস্ট্রা শোনেন সেই ব্যক্তি, তবে তাঁর ভালো লাগারই কথা।

আর সেই ভালো লাগার কথাই জানালেন করণ জোহর। সেই সাথে সেই অর্কেস্ট্রাটির একটি ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ারও করলেন এই তারকা চলচ্চিত্র ব্যক্তিত্ব।

৪৫ সেকেন্ডের একটি ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে করণ লেখেন, এটা দেখে দারুণ আনন্দিত ও উত্তেজিত হয়েছি। করণ বর্তমানে মর্যাদাপূর্ণ বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় সিনেমাকে প্রতিনিধিত্ব করছেন।