জার্মানির ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (সিডিইউ) নতুন নেতা নির্বাচিত হয়েছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের পছন্দের প্রার্থী আনাগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার।
শুক্রবার হামবুর্গে দলীয় সম্মেলনে দলের প্রতিনিধিদের ভোটে দলের আরেক প্রার্থী ফ্রিডরিখ ম্যার্জ ও তৃতীয় প্রার্থী মার্কেলের কঠোর সমালোচক স্বাস্থ্যমন্ত্রী জেমস স্পাহনকে হারিয়ে দলের নেতৃত্ব দখল করেন।
কারেনবাউয়ারের হাত ধরে মার্কেলের কাজগুলো পূর্ণতা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।