Home আজকের গরম খবর জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব না

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব না

0
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব না
প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি ব্যবহার করা হলেও জাতীয় নির্বাচনে এর ব্যবহার সম্ভব হবে না।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি।
আজ রংপুর সিটি নির্বাচনে একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। রংপুরে ইভিএম ব্যবহারের অভিজ্ঞতায় সন্তোষ জানান সিইসি।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম ব্যবহারে ভোটগ্রহণ পদ্ধতি প্রয়োগ করতে অনেক সময় লেগেছে। আমাদের দেশে এটি সেই অর্থে নতুন। তবে আমি চাই ইভিএমের গ্রহণযোগ্য ব্যবহার হোক। আমার বিশ্বাস ইভিএম ব্যবহার করে ভোট দেয়ার বিষয়টি রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে।