অনলাইনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান আলিবাবার নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন জ্যাক মা।চীনের অন্যতম ধনী ব্যক্তি এই জ্যাক মা। সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে এ তথ্য জানা গেছে।
আগামী সোমবার ৫৫ বছরে পা দেবেন জ্যাক মা। নিজের এই জন্মদিনে আলিবাবার নির্বাহী চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। এরপর থেকে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে যুক্ত থাকবেন।
আলিবাবা প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ছিলেন জ্যাক মা।অনলাইনভিত্তিক বিভিন্ন পণ্য বিক্রি ও সেবাদানকারী প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট কোম্পানিতে পরিণত হয়েছে।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যাক মা বলেন, অবসরে যাওয়া মানে আরেকটি যুগের সূচনা।
উল্লেখ্য, বর্তমানে জ্যাক মা ৪০ বিলিয়ন (চার হাজার কোটি) মার্কিন ডলার সমমূল্যের সম্পদের মালিক। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ফোর্বস’ ২০১৭ সালে তাঁকে চীনের তৃতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি বলে উল্লেখ করে।
সূত্র: বিবিসি