জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে ছয় দিনের সফরের উদ্দেশে রওনা হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৮টার ২০ মিনিটে সরাসরি জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
মিউনিখ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী প্রথমে জার্মানি যাবেন। জার্মানি থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম সম্মেলনে অংশ নেবেন।
ওই সময় প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। উজ্জ্বল হবে দেশের ভাবমূর্তিও।