চট্টগ্রাম নগরীতে কর্ণফুলী নদীর উত্তর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে আজ শুক্রবারেও। দখলমুক্ত হচ্ছে একরের পর একর নদীর জায়গা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবারপর্যন্ত চার দিনে উচ্ছেদ হয়েছে সাত একর জায়গা।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও অভিযান অব্যাহত রয়েছে। এতে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লংবুম এস্কাভেটর। এ অভিযানে শুরু থেকে উচ্ছেদের আধুনিক সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করছে চসিক। এতে বুলডোজার, বেক হো লোডার, ডাম্প ট্রাক দিয়েছে চসিক।
বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, র্যাব, পুলিশসহ সংশ্লিষ্টদের সহায়তায় কর্ণফুলীর পাড়ে উচ্ছেদের চতুর্থ দিন বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।
প্রথম পর্যায়ে সদরঘাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। পরে আরো বহু এলাকা দখলমুক্ত করা হবে বলে জানা গেছে।