Home আজকের গরম খবর গ্রিনকার্ড চালু করছে সৌদি

গ্রিনকার্ড চালু করছে সৌদি

0
গ্রিনকার্ড চালু করছে সৌদি
সৌদি সরকার অদূর ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকারী ও বিশেষজ্ঞ পেশাজীবীদের জন্য গ্রিনকার্ড চালুর কথা ভাবছে। চলছে এর যাচাই-বাছাই প্রক্রিয়া। অনুমোদন পেলে শিগগিরই এর ঘোষণা দেয়া হবে।
সৌদি সরকারের অর্থনীতি বিষয়ক এবং উন্নয়ন কাউন্সিল ও প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট ইউনিটের প্রধান ফাহাদ আল সাকিত গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। খবর ডেইলি জংগের।
সৌদি আরবের শুরা কাউন্সিলের অর্থনৈতিক কমিটির ভাইস চেয়ারম্যান ফাহাদও বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই কার্ডের বিষয়টি সত্যায়ন করেছেন।
ফাহাদ আল সাকিত বলেন, গ্রিনকার্ডের যোগ্য হতে হলে আবেদনকারীকে বৈজ্ঞানিক দক্ষতা বা পেশাগত যোগ্যতায় উতরাতে হবে কিংবা তাকে কোনো কোম্পানির মালিক অথবা সৌদি আরবে বিনিয়োগে আগ্রহী হতে হবে।
তিনি বলেন, সীমিত পরিসরে এই গ্রিনকার্ড বিতরণ করা হবে। আবেদনকারীদের নির্দিষ্ট মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে এবং বিদেশিদের জন্য প্রযোজ্য সৌদি ইনভেস্টমেন্ট লাইসেন্স গ্রহণ করতে হবে।